ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৮
আপডেট: ০২:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৮
এবারের অ্যালবাম সাজানো হয়েছে রাজধানীর অদূরে সাভারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রথযাত্রার ছবি নিয়ে।
-
হিন্দুদের অন্যতম পবিত্র একটি ধর্মোৎসব রথযাত্রা। এই উৎসব অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে। ধামরাইয়ের রথ অত্যন্ত প্রাচীন এবং উপমহাদেশে এই রথের খ্যাতি রয়েছে।
-
রথ টেনে নিয়ে যাচ্ছেন ভক্তরা।
-
মূলত রথযাত্রা দেবতা জগন্নাথদেবের প্রতি সম্মান প্রদর্শন উপলক্ষে হয়ে থাকে এবং একই তিথিতে হয়ে থাকে রথটান।
-
হিন্দু সম্প্রদায়ের আনন্দের একটি উৎসব হল রথযাত্রা। এই রথযাত্রায় সবাই আনন্দের সঙ্গে অংশ নেন।
-
রথ টানার সময় হাজার হাজার নর-নারীর উলুধ্বনির মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
-
রথযাত্রায় অংশ নেয়া মানুষের উপস্থিতিতে রাস্তা জনসমুদ্রে রূপ নিয়েছে।