৪১৯ জন হজযাত্রী নিয়ে মক্কার পথে প্রথম হজ ফ্লাইট
শনিবার নির্ধারিত সময় সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।
-
ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষায় হজযাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মালপত্র নিয়ে বিমানবন্দরে ফ্লাইটে ওঠার অপেক্ষায় আছে হজযাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফ্লাইট ছাড়ার আগে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইট হজযাত্রীদের বিদায় জানান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
স্বজনদের ছেড়ে হজে যাচ্ছেন তাই শেষবারের মতো কোলাকুলি করছেন এক হজযাত্রী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ থেকে এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হজের প্রথম ফ্লাইট ছাড়া উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হজ ফ্লাইটে বসে আছেন হজযাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হজযাত্রীদের সেবাদানের জন্য স্কাউটের সদস্যরা অংশ নিয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ