শিক্ষক অনশনে অসুস্থ ২ শতাধিক
এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আজ ১১তম দিনের মত অনশন চালিয়ে যাচ্ছেন।
-
গত ১০ জুন থেকে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন তারা। সে অনুযায়ী আন্দোলনের আজ ২৬তম দিন এবং অনশন কর্মসূচির ১১তম দিন। অসুস্থ শিক্ষকদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
ক্লান্ত শিক্ষকরা ঘুমিয়ে আছেন। শিক্ষক আন্দোলনের আজ ২৬তম দিন এবং অনশন কর্মসূচির ১১তম দিন। ছবি : মাহবুব আলম
-
আমরণ অনশনরত একজন শিক্ষক। অনশনের ১১তম দিনে এসে প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের দফতর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। ছবি : মাহবুব আলম
-
হতাশাগ্রস্ত এক শিক্ষক বসে আছেন। সারা দেশে প্রায় ২০-২৫ বছর ৮০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। ছবি : মাহবুব আলম
-
পলিথিনের ছাউনির নিচে শুয়ে আছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা। ছবি : মাহবুব আলম
-
এমপিও ভুক্তির ঘোষণা নিয়ে বাড়ি যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ অনশনরত শিক্ষরা। ছবি : মাহবুব আলম
-
দিন রাত, রোদ বৃষ্টির মাঝে শিক্ষকরা পরিবার-পরিজন ছেড়ে রাজপথে অমানবিকভাবে, অস্বাস্থ্যকর পরিবেশে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ছবি : মাহবুব আলম