রাজধানীর হোলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ। সেই হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।
-
ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানে হামলায় নিহতদের। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নিহতদের প্রতি সম্মান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সকাল ১০টার আগেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোলি আর্টিজানের সেই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জহুরুল ইসলাম সিটি সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবদেন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হলি আর্টিজানে জাঙ্গি হামলা প্রতিরোধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ স্মৃতিসৌধের উদ্বোধন করছেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ