ছুটির দিনে জমে উঠেছে ঈদের বাজার
ঈদের কেনাকাটা করতে ছুটির দিনে রাজধানীর বিভিন্ন মার্কেটে মানুষের ঢল নেমেছে।
-
রাজধানীর নিউ মার্কেট, চাঁদনি চক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, হকার্স মার্কেটের সামনে ফুটপার থেকে শুরু করে মূল দোকানের ভেতরে কোথাও যেন পা ফেলার জায়গা নেই। ছবি : আবু সালেহ সায়াদাত
-
শাড়ির দোকানে ক্রেতাদের ভিড়। ছবি : আবু সালেহ সায়াদাত
-
নিউমার্কেট এলাকার সব স্থানেই মানুষ আর মানুষ। যেন জনসমুদ্রে পরিণত হয়েছে ঈদ বাজার। ছবি : আবু সালেহ সায়াদাত
-
ঈদের কেনাকাটায় সকাল থেকে মানুষের ভিড় ছিল, কিন্তু দুপুরের পর থেকে ক্রেতা উপস্থিতি আরও বেড়েছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এরমধ্যে শুক্রবার (৮ জুন) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্রেতাদের চাপে বিক্রেতাদেরও দম ফেলার সময় নেই। ছবি : আবু সালেহ সায়াদাত
-
রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, রাপা প্লাজা, বসুন্ধরা সিটি, মেট্রো শপিংমল, এলিফ্যান্ট রোডসহ আশেপাশের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের তুলনায় ক্রেতাদের ভিড় সর্বোচ্চ। ছবি : আবু সালেহ সায়াদাত
-
গহনার দোকানে কেনাকাটা চলছে। ছবি : আবু সালেহ সায়াদাত
-
নতুন জুতো ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ। তাই ফুটপাতের জুতোর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছবি : আবু সালেহ সায়াদাত
-
জানা গেছে, চাঁদনি চকে জর্জেটের ওপর কাজ করা থ্রি পিস, বুটিকস আইটেমের থ্রি পিস, লন, ভয়েল ও শার্টিনের থ্রি-পিসের চাহিদা বেশি। ছবি : আবু সালেহ সায়াদাত