আন্তর্জাতিক অঙ্গনে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী
আজ ২৯ মে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এদিকে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের গৌরবময় অংশগ্রহণেরও তিন দশক পূর্তি হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিগত ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর অসামান্য অবদানের উল্লেখযোগ্য কিছু ছবি নিয়ে এই আয়োজন।
-
সিরিয়া : ১৯৭৩ সালে সিরিয়ায় নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার খুরসিদ উদ্দীন ও মেডিকেল দল।
-
ইরান-ইরাক : ১৯৮৮ সালে ইরাক-ইরানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী বাহিনী। ছবিতে সামনের সারিতে বাম থেকে ডানে- ক্যাপ্টেন হাফিজ, ক্যাপ্টেন আবদুর রহমান, মেজর সিনহা, লেফটেনেন্ট কর্নেল আকবর, লেফটেনেন্ট জেনারেল আতিক, সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ওয়াহেদ, মেজর মতিউর, মেজর বেলাল, ক্যাপ্টেন খায়ের, ক্যাপ্টেন ফারুক। ছবিতে পেছনের সারিতে বাম থেকে ডানে- মেজর কায়সার, মেজর মনির, মেজর সামুন জিয়া, মেজর নাইম, মেজর মাইনুল, মেজর ফাত্তাহ এবং মেজর আনোয়ার।
-
ইরাকে অবস্থিত ইউএনআইআইএমওজি সদরদপ্তরে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল আতিকুর রহমান; সাল- ১৯৮৮।
-
দ্যা মিলিটারি অবজারভার অব ইউএনআইআইএমওজি মেজর জেনারেল স্ল্যাভকো যোভিকের হাত থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষে ব্রিগেডিয়ার শহিদুল আলম ক্রেস্ট গ্রহণ করছেন; সাল- ১৯৮৮।
-
আফগানিস্তান-পাকিস্তান : আফগানিস্তানে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী; সাল- ১৯৮৯।
-
সৌদি আরব : মরু প্রান্তরে নিয়োগের আগ মুহূর্তে বাংলাদেশ কন্টিনজেন্টসের সঙ্গে সাক্ষাত করেন তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদ; সাল- ১৯৯০।
-
সৌদি আরবে প্রতিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী; সাল- ১৯৯০।
-
ইস্টার্ন ওয়ার জোন অব সৌদি আরবে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের একজন চেকপোস্ট ম্যান; সাল- ১৯৯০।
-
অপারেশন মরু প্রান্তরের সময় মর্টার পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান; সাল- ১৯৯০।
-
সৌদি আরবে মিশনের জন্য নির্বাচিত বাংলাদেশ কন্টিনজেন্টসের প্রতি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সাবেক সেনাবাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল এম নুর উদ্দিন; সাল- ১৯৯০।
-
কুয়েত : কুয়েতে শান্তিরক্ষা মিশনে নির্বাচিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উড়োজাহাজে আরোহনের মুহূর্ত; সাল- ১৯৯১।
-
ইরাক-কুয়েত সীমান্তে টহলরত বাংলাদেশ সেনাবাহিনী; সাল- ১৯৯১।
-
কুয়েত সেনাবাহিনী ও ইতালিয়ান সেনাবাহিনী আয়োজিত বিস্ফোরক প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদানের সময়, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শরীফ মিজানুর রহমান ওই প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করেন; সাল- ১৯৯১।
-
কুয়েতের আল জাহরায় বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের উদ্ধারকৃত যুদ্ধোপকরণ পর্যবেক্ষণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ; সাল- ১৯৯১।
-
ওকেপি-তে প্রশিক্ষণের একটি মুহূর্ত; সাল- ১৯৯১।
-
ওকেপি-তে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত নিরাপত্তা বেষ্টণি; সাল- ১৯৯১।
-
মাইন ফিল্ডে পুঁতে থাকা মাইন উদ্ধাররত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল; সাল- ১৯৯১।
-
কুয়েত সীমান্তে টহলরত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের সদস্যরা; সাল- ১৯৯১।
-
উপসাগরীয় যুদ্ধে ধ্বংস হওয়া একটি যানবাহন উদ্ধারে ব্যস্ত বিএএনসিওএস সদস্যরা; সাল- ১৯৯১।
-
ছোট অস্ত্র দ্বারা ফায়ারিং প্রশিক্ষণে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের সদস্যরা; সাল- ১৯৯১।
-
যুদ্ধোপকরণ ধ্বংসের প্রস্তুতিতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের সদস্যরা; সাল- ১৯৯১।