পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি
প্রতিবারের ন্যায় এবারের রমজানেও জমে উঠেছে রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজার। এবারের অ্যালবামে থাকছে ইফতারি বাজারের ছবি।
-
বাজার পরিদর্শনে এসে ইফতারি কিনছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল এ ছবি ক্যামেরা বন্দি করেছেন আলোকচিত্রী মাহবুব আলম
-
চকবাজারের নানা পদের ইফতারির আকর্ষণই আলাদা। ঢাকার বয়স ৪০০ বছরের বেশি হলে ঢাকার ইফতারির ইতিহাসটাও চার শতাব্দীর। ছবি : মাহবুব আলম
-
পুরো রমজান মাসজুড়ে চলবে এই ইফতারির এ আয়োজন। ছবি : মাহবুব আলম
-
এখানকার ইফতারির মধ্যে উল্লেখযোগ্য আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লম, বটিকাবাব, টিকাকাবাব, কোফ্তা, চিকেন কাঠি, শামিকাবাব, শিকের ভারী কাবাব ইত্যাদি। ছবি : মাহবুব আলম
-
রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব ইফতার জন্য লোকজন ছুটে আসেন। ছবি : মাহবুব আলম
-
চলছে ইফতারি বিক্রি। দাম একটু বেশি বলে অনেক ক্রেতাই অভিযোগ করছেন। ছবি : মাহবুব আলম