কোটা বাতিলের প্রজ্ঞাপন দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
-
রাজু ভাস্কর্যের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে ছাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘আর নয় কালক্ষেপণ দিতে হবে প্রজ্ঞাপন’ দাবিতে প্লাকার্ড নিয়ে ছাত্ররা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মানববন্ধনটির ব্যাপ্তি ছিল রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর পর্যন্ত। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মানববন্ধনে আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে রাজপথে দাবানল সৃষ্টির করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ