বিশেষ প্রার্থনার মাধ্যমে বুদ্ধকে স্মরণ
যথাযোগ্য মর্যাদা ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বুদ্ধকে স্মরণ করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
-
রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে স্মরণ করেছেন বৌদ্ধ সম্প্রদায়। ছবি : মাহবুব আলম
-
দিবসটি উদযাপন করতে রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত প্যাগোডায় (বৌদ্ধ সম্প্রদায়ের উপসানলয়) নানা আয়োজন করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোববার সকালে প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপনের প্রথম অংশ শুরু হয়। বিভিন্ন প্রার্থনার মাধ্যমে বেলা সাড়ে ১১টার দিকে প্রথম অংশের অনুষ্ঠান শেষ হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সকালের প্রার্থনায় অংশ নেয়া বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন বৌদ্ধ সম্প্রদায়ে লোকজন। ছবি : মাহবুব আলম
-
একটি শিশু মোমবাতি জ্বালিয়ে স্মরণ করছে বুদ্ধকে। ছবি : মাহবুব আলম