রাঙ্গামাটিতে বুদ্ধ পূর্ণিমা পালিত
গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভ একই দিনে হওয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে ধর্মীয় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে থাকেন।
-
দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করছেন বৌদ্ধ ধর্মাবালম্বীরা। ছবি : সাইফুল উদ্দীন
-
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার সকালে রাঙ্গামাটি রাজ বনবিহার উপাসক-উপাসিকা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি জেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ বনবিহারে গিয়ে শেষ হয়। ছবি : সাইফুল উদ্দীন
-
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন রাজ বনবিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ানসহ পূণ্যার্থীবৃন্দ। ছবি : সাইফুল উদ্দীন
-
শোভাযাত্রা শেষে রাজ বন বিহারে পূণ্যার্থীরা প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং পরে রাজ বনবিহার আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো ভান্তে দেশনা প্রদান করেন। ছবি : সাইফুল উদ্দীন
-
রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বলেন, আমরা আজকের দিনটি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলে থাকি। এই দিন গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ করেন। ছবি : সাইফুল উদ্দীন
-
রাজ বনবিহার আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথেরো ভান্তে দেশনা প্রদান কালে দেশ, জাতি ও বিশেদের সকল প্রাণীর জন্যে প্রার্থনা করেন। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হবে বলে জানা যায়। ছবি : সাইফুল উদ্দীন