নতুন বছর বরণের প্রস্তুতি
একটি বছর শেষে আবার আসছে পহেলা বৈশাখ। এবারের অ্যালবাম সাজানো হয়েছে বর্ষবরণের ছবি নিয়ে।
-
নতুন বছরের আগমনের বার্তা কুলোতে লিখছেন এক শিল্পী। ছবিটি রাজধানীর শিশু একাডেমীর সামনে থেকে তোলা হয়েছে। ছবি : মাহবুব আলম
-
নতুন বছর বরণের নানা রকম খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
ঘর সাজানো নানা উপকরণ বিক্রি হচ্ছে এই দোকানটিতে। ছবি : মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিউটের দেয়ালে আবহমান বাংলার ঐতিহ্যের নানা চিত্র আঁকা হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
চারুকলার এক শিক্ষার্থী মুখোশে রংতুলি দিয়ে রাঙিয়ে তুলছে। ছবি : মাহবুব আলম
-
মাটির তৈরি নানা ধরনের প্রাণী, এগুলো বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ। ছবি : মাহবুব আলম
-
মটির সরাকে শিল্পীর তুলিতে নিপুণ করে সাজিয়ে তোলা হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
বৈশাখে ঘর সাজানো নানা উপকরণ বিক্রির ধুম পড়েছে। বাবা-মায়ের সঙ্গে বৈশাখী ছবি : মাহবুব আলম
-
শিশুটি ঢোল কিনেছে নতুন বছর বরণ করার জন্য। কাল হয়তে মেলায় যাবে ঢোলটি নিয়ে। ছবি : মাহবুব আলম
-
চারুকলার শিক্ষার্থীরা দল বেঁধে দেয়ালে বৈশাখী আলপনা আঁকছে। ছবি : মাহবুব আলম