আন্দোলনে উত্তাল সারা দেশের ক্যাম্পাস
কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল। এবারের অ্যালবামে থাকছে উত্তাল ক্যাম্পাসের ছবি।
-
কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এই কোটা সংস্কার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তারা তাদের এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান।
-
‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’, ‘কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ স্লোগানে প্রকম্পিত এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস।
-
কোটা সংস্কার দাবিতে বেরোবিতে আন্দোলনকারীদের অবস্থান।
-
রংপুরের মডার্ন মোড়ে শিক্ষার্থীদের অবস্থান।
-
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
-
সামবার সকাল পৌনে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়ক গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
-
আন্দোল করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।