ভয়াল কালরাতের নির্যাতনের প্রতিচ্ছবি
আজ ২৫ মার্চ। ভয়াল কালরাত। এই রাতে পাকিস্তানি বাহিনী ইতিহাসের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘নির্যাতনের প্রতিচ্ছবি-৭১ এর বর্বরতা’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছে।
-
পাকিস্তানি সেনাবাহিনী রাইফেল হাতে গণহত্যা চালাচ্ছে। ছবি : বাদল খান
-
ভ্যান গাড়িতে লাশের স্তূপ। এ যেন ইতিহাসে ফিরে দেখা উপাখ্যান। ছবি : বাদল খান
-
শিল্পকলার বিশেষ আয়োজন ভয়াল কালরাতের প্রতীকী দৃশ্য দেখছেন দর্শনার্থীরা। ছবি : বাদল খান
-
বাঙালিদের ধরে গাছে বেঁধে হত্যা করছে। ছবি : বাদল খান
-
নতুন প্রজন্মের শিশুদের নিয়ে সঙ্গে এসেছেন অভিভাবকরা প্রতীকী গণহত্যার দৃশ্য দেখতে। ছবি : বাদল খান
-
পাকিস্তানি বাহিনী বাঙালিদের ধরে এনে ক্যাম্পে আটকে রেখেছে। ছবি : বাদল খান
-
নারী-পুরুষদের ধরে এনে হত্যা করার জন্য বেঁধে রাখা হয়েছে। ছবি : বাদল খান
-
ক্যাম্পে আটকে নারী নির্যাতন করছে পাক সেনারা। ছবি : বাদল খান
-
নারীদের ধরে এনেছে পাকিস্তানি বাহিনী। ছবি : বাদল খান