প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের মাসকট ‘টিঙ্গা’
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে অংশ নেয়া খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে ৭ মার্চ থেকে শুরু হয়েছে স্কুল ক্রিকেটের মাসকট ‘টিঙ্গা’র ট্যুর। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের মাসকট ‘টিঙ্গা’ এখন চট্টগ্রামে।
-
ক্রিকেটের মাসকট ‘টিঙ্গা’র নিয়ে ফটোসেশনে শিক্ষার্থীরা। খুদে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে এবং স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট জনপ্রিয় করতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেড।
-
‘টিঙ্গা’ ট্যুর শুরু হয় মতিঝিলস্থ প্রাইম ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় থেকে। সেখান থেকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন সময় কাটায় মাসকট ‘টিঙ্গা’।
-
গেঞ্জির প্যাকেট হাতে শিক্ষার্থীরা।
-
১৪ মার্চ টিঙ্গা জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের স্কুল হিসেবে পরিচিত চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটায়। খুদে বাঘ ‘টিঙ্গা’কে কাছে পেয়ে খুদে শিক্ষার্থীরা তার সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠে।
-
‘টিঙ্গা’র আকস্মিক আগমনে স্কুলের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।