কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান
নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করা একদল চাকরি প্রত্যাশীদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
কোটা প্রথার সংস্কারের দাবির ব্যানার নিয়ে চাকরি প্রত্যাশীরা।
-
চাকরি প্রত্যাশীরা দাবি করছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।
-
বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা।
-
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী রোববার বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়।
-
চাকরি প্রত্যাশীদের হাতের প্ল্যাকার্ডে ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’, ‘নাতি পুতি কোটা বাতিল কর’, ‘১০%-এর বেশি কোটা নয়’- ইত্যাদি দাবি লেখা দেখা যায়।