ভাষা শহীদদের প্রতি জাগো নিউজের শ্রদ্ধা নিবেদন
জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাগোনিউজ২৪.কম। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাগো নিউজের সংবাদকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
-
‘জাতিসংঘে বাংলা চাই’ ব্যানার নিয়ে প্রভাতফেরিতে জাগো নিউজের সাংবাদিকবৃন্দ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাগো নিউজের সংবাদকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
-
ফুলে ফুলে সেজে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মহান একুশের ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাগো নিউজের পুষ্পার্ঘ্য অর্পণ। সাড়ে ১০টার দিকে শহীদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শ্রদ্ধা নিবেদন করছেন জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, সহকারী সম্পাদক ড. হারুন রশীদ, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান প্রমুখ। ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ