যে রাষ্ট্রনায়কদের জেলে যেতে হয়েছে
বিশ্বের ইতিহাসে অনেক দেশের রাষ্ট্রনায়কদের কারাবরণ করতে হয়েছে। এবারের অ্যালবামে দেখে নিন এসব রাষ্ট্রনায়কদের ছবি।
-
ষোড়শ লুই, ফরাসি সম্রাট : ১৭৯২-১৭৯৩ সাল পর্যন্ত কারাগার বাস করেন। ১৭৯৩ সালের ২১ জুলাই তাকে গিলোটিন করা হয়। তার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ আনা হয়।
-
হিদেকি তোজো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রাধানমন্ত্রী : ১৯৪৫-১৯৪৮ সাল পর্যন্ত কারাবাস করেন। ১৯৪৮ সালের ২৩ ডিসেম্বর ফাঁসি দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ যুদ্ধাপরাধের।
-
জুলফিকর আলি ভুট্টো, পাক প্রোসিডেন্ট ও পরে প্রধানমন্ত্রী : ১৯৭৭-১৯৭৯ সাল পর্যন্ত কারাবন্দি ছিলেন। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তার ফাঁসি হয়। রাজনৈতিক হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
-
ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী : ১৯৭৭ সালে জেলে যেতে হয় জরুরি অবস্থার সময়ে। তার বিরুদ্ধেও অপশাসনের অভিযোগ আনা হয়।
-
হাইলে সেলাসি, ইথিওপিয়ার সম্রাট : ১৯৭৪ সালে গৃহেই অন্তরীণ হন। তার বিরুদ্ধেও অভিযোগ অপশাসনের।
-
বেনজির ভুট্টো, পাক প্রধানমন্ত্রী : ১৯৯০ সালে দুর্নীতির অভিযোগে তিনি কারারুদ্ধ হন।
-
নিকোলাই চাওসেস্কু, রোমানিয়ার প্রেসিডেন্ট : স্বৈর ও অপশাসনের অভিযোগে ১৯৮৯ সালে কারান্তরীণ হন। ১৯৮৯ সালের ২৫ ডিসেম্বর তার প্রাণদণ্ড হয়।
-
ফার্দিনান্দ মার্কোস, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ও পরে প্রধানমন্ত্রী : ১৯৮৮ সালে অপশাসনের অভিযোগে কারারুদ্ধ হন।
-
এইচ এম এরশাদ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি : ১৯৯০-১৯৯৭ সাল পর্যন্ত কারাগারে কেটেছে তার। তার বিরুদ্ধেও অভিযোগ দুর্নীতির।
-
বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী : ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারদণ্ড হল ৫ বছরের জন্য। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।