জাতিসংঘে বাংলা চাই
‘জাতিসংঘে বাংলা চাই’ কর্মসূচির উদ্বোধনের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম ‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে অনলাইন আবেদন কর্মসূচি শুরু করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
উদ্বোধনী অনুষ্ঠানে ‘জাতিসংঘে বাংলা চাই’ কর্মসূচিতে অংশ নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, রক্ত দিয়ে যে ভাষা কেনা, সে ভাষার সর্বত্র ব্যবহার হবে এটি আমাদের প্রত্যাশা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, সহকারী সম্পাদক ড. হারুন রশীদ প্রমুখ। ছবি : বিপ্লব দিক্ষিৎ