ইবাদত বন্দেগিতে ব্যস্ত ইজতেমার মুসল্লিরা
আল্লাহু আকবর ধ্বনিতে মুখর ইজতেমার ময়দান। ইজমেতায় আগত মুসল্লিরা জিকির ও নামাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
-
দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইজতেমার ময়দান মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন তুরাগ তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইজতেমা সূত্রে জানা যায়, শনিবার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুর রহমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে দিন কাটাচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দু’দিন ধরে ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন লাখ লাখ দেশি-বিদেশি মুসল্লি। ছবি : বিপ্লব দিক্ষিৎ