শেষবারের মত নগরপিতা আনিসুল হকের দেশে ফেরা!
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রায় সাড়ে তিন মাস পর দেশে ফিরলেন! তবে আগের সেই কর্মচঞ্চল, উদ্দীপ্ত আনিসুল হক নয়, এ যে নিথর, নিশ্চল নগরপিতা।
-
আজ শোকে কাঁদছে নগরী। কারণ নগর পিতা আনিসুল হকের নিথর, নিশ্চল মরদেহ এই মহানগীরর বুকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের মরদেহ বহনকারী বিমানটি সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বেলা ১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নগরীর চারদিকে পিনপতন নিরাবতা। নগর পিতা হারানোর এই শোক নগরবাসীকে স্তব্ধ করে দিয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিমানবন্দর থেকে বেলা ১টা ২০ মিনিটের দিকে তার মরদেহ বনানীতে তার নিজ বাসায় নেয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আনিসুল হকের মরদেহ বিকেল তিন টার দিকে রাখা হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ