বাপা ও এএইএস-এর সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশনের (এএইএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
-
সেমিনারে প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান আহসান খান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশনের (এএইএস) উদ্যোগে আয়োজিত সেমিনারের গ্রুপ ছবি। ছবি : মাহবুব আলম
-
সেমিনারের বক্তব্যে আহসান খান চৌধুরী বলেন ‘সরকার এখনও কৃষিতে ভর্তুকি দিচ্ছে। এটি আমাদের জন্য আশীর্বাদ। এ আশীর্বাদ কাজে লাগিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে হবে।’ ছবি : মাহবুব আলম
-
সেমিনার উপলক্ষে মেলারও আয়োজন করা হয়। মেলায় প্রাণের স্টল। ছবি : মাহবুব আলম
-
আহসান খান চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, ‘বাবা বলতেন, উদ্যোগ গ্রহণের প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে সাহস ও ধৈর্য। সামনে এগিয়ে যেতে হলে প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে।’ ছবি : মাহবুব আলম