সিইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছেন। এবারের আয়োজন সংলাপের ছবি নিয়ে।
-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আওয়ামী লীগের সঙ্গে সংলাপকালে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সিইসির সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ২১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সংলাপকালে সিইসি বলেন, এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে এবং বেশ কয়েকজনের রায়ও কার্যকর করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সিইসি আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর তার নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্পন্ন করেন এবং সাফল্য অর্জন করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ