পিরোজপুরের গরুর সবচেয়ে বড় হাট
এবারের অ্যালবামটি সাজানো হয়েছে পিরোজপুরের গরুর সবচেয়ে বড় হাটের ছবি নিয়ে।
-
কোরবানি সামনে রেখে পিরোজপুরের ৭ উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৩০টি স্থানে বসে গরুর হাট। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরের পোনা নদীর পশ্চিম পাড়ে এ গরুর হাট ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট হতে ধাওয়া ইউনিয়নের ফুলতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে বসেছে। ছবি : হাসান মামুন
-
এ হাটের গরু কিনতে পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পাশ্ববর্তী কাউখালী, ইন্দুরকানী, রাজাপুর, কাঁঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা এমন কি ঝালকাঠীর বিভিন্ন উপজেলার ক্রেতারা ছুটে আসেন। ছবি : হাসান মামুন
-
গরু কিনে এক ক্রেতা বাড়ি যাচ্ছেন। গরুর হাটে গত বছরের তুলনায় এবছর দেশীয় খামারের গরু আমদানি বেশি। ছবি : হাসান মামুন
-
গতবছরের তুলনায় দাম একটু বেশি বলে জানান বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা। ছোট, বড় ও মাঝারি আকার ভেদে প্রতিটি গরুর মূল্য সর্বনিন্ম ৪০ হাজার থেকে ৭৫ হাজার এবং ওপরে ৩ লাখ টাকার গরু রয়েছে। ছবি : হাসান মামুন
-
গত মঙ্গলবার হাটে স্থানীয় খমারী মো. আনোয়ারের গরুই ছিল বড় আকারের। রাজাপুরের চারাখালী গ্রামের বাসিন্দা ও ভান্ডারিয়া শহরের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মো. কবির হোসেন সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করেছেন। ছবি : হাসান মামুন
-
বিক্রিতে ব্যস্ত গরুর হাট। ভান্ডারিয়ায় সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিনের এ চিত্র দেখে মনে হয়েছে কোরবানির আগে গরুর হাটেই যেন তারা এক আনন্দের জানান দিচ্ছে। ছবি : হাসান মামুন