রাজধানীর আফতাব নগরে পশুর হাটের প্রস্তুতি
প্রকাশিত: ১০:২৫ এএম, ২৬ আগস্ট ২০১৭
আপডেট: ১০:০৫ এএম, ৩১ আগস্ট ২০১৭
কয়েকদিন পরেই ঈদুল আজহা। তাই কোরবানির পশু বিক্রির জন্য রাজধানীর আফতাব নগরে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী পশুর হাট। এবারের অ্যালবামে থাকছে অস্থায়ী পশুর হাট তৈরির ছবি।
-
কয়েকদিন ধরেই আফতাব নগরে পশুর হাট তৈরির প্রস্তুতি চলছে, এখন তা শেষ পর্যায়ে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পশুর হাট তৈরির জন্য বিরামহীন কাজ করছে শ্রমিকরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইতিমধ্যে রাজধানীতে কোরবানির পশু ঢুকতে শুরু করেছে। দুই-তিন দিনের মধ্যেই কুরবানির পশুতে ভরে উঠবে আফতাব নগরের এই হাট। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাঁশ পোতার জন্য গর্ত খোড়া হচ্ছে। আফতাব নগরের এই পশুর হাটটি হবে রাজধানীর ২২ অস্থায়ী পশুর হাটের অন্যতম। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
স্থানীয়রা আশা করছেন আফতাব নগরের এই হাট বসলে তাদের পশু কেনাকাটা সহজ হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ