বন্যার্তদের পাশে ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিনাজপুরে ত্রাণ বিতরণ করেছেন। এবারের অ্যালবামে থাকছে ত্রাণ বিতরণের ছবি।
-
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এক জনসভায় বক্তৃতা করছেন। ছবি : এমদাদুল হক মিলন
-
বন্যার্তদের মাঝে ওবায়দুল কাদের ত্রাণ বিতরণ করছেন। ছবি : এমদাদুল হক মিলন
-
ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে বন্যা কবলিত মানুষের পাশে আওয়ামী লীগের নেতা কর্মীরা দাঁড়িয়েছে। আমরা চলে যাওয়ার পরও তারা আপনাদের পাশে থাকবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’ ছবি : এমদাদুল হক মিলন
-
ত্রাণ নিতে আসা বানবাসী মানুষের ঢল নেমেছে। শুক্রবার বন্যা কবলিত দিনাজপুর বিরল উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ৫ নং ইউনিয়নের পাঁচবাড়ী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন শেষে শহরের কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও দশ মাইল মোড়ের আশপাশ এলাকায় ও ত্রাণ বিতরণ করেন ওবায়দুল কাদের। ছবি : এমদাদুল হক মিলন
-
দিনাজপুরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ। ছবি : এমদাদুল হক মিলন
-
ওবায়দুল কাদের ত্রাণ বিতরণকালে বক্তৃতায় বলেন, ‘আওয়ামী লীগ আপনাদেরকে বিপদে ফেলে চলে যাবে না। আপনাদের পাশে আছে, ছিল, থাকবে।’ ছবি : এমদাদুল হক মিলন