কলেজ ছাত্র সিদ্দিকুর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন
ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
-
২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে আহত রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে ভারতের চিকিৎসা শেষে দেশে ফেরেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সিদ্দিকুরকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সহপাঠীরা কালো কাপড়ে চোখ বেঁধে ‘দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ বলে স্লোগান দেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সিদ্দিকুর মালদ্বীপ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় সঙ্গে ছিলেন তার বড় ভাই নায়েব আলী। ছবি : মাহবুব আলম
-
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সিদ্দিকুর। তার আগমন উপলক্ষে সাংবাদিকরা বিমানবন্দরে ভিড় করেছিলেন। ছবি : মাহবুব আলম
-
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার রক্ত, আমার চোখ অবশ্যই সার্থক হবে, যদি সাত কলেজে লেখাপড়ার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আমি তাই চাই।’ ছবি : মাহবুব আলম
-
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিদ্দিকুর বলেন, ‘আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। আমি যেন অবহেলার পাত্র না হই। সম্মানজনক একটা অবস্থান চাই।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ