বিড়ম্বনায় হজযাত্রীরা
হজযাত্রীরা তাদের হজযাত্রার শুরুতেই নানা বিড়ম্বনার মুখে পড়ছে। এবারের অ্যালবামে থাকছে হজযাত্রীদের ছবি।
-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল গতকাল। ঠিক সময় ভিসা পাওয়ায় অনেক হজযাত্রীদের রাজধানীর আশকোনায় হজক্যাম্পের ৪ তলায় ফ্লোরে থাকতে হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিড়ম্বনার মধ্যে পড়লেও হজযাত্রীদের কাছে কোনো অভিযোগ শোনা যায়নি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নানা বিড়ম্বনার মধ্যে থেকে শুভেচ্ছা বিনিময় করছেন। তবে সবাই অপেক্ষায় আছেন কখন পৌঁছবেন প্রিয় পূণ্য ভূমি মক্কা মদিনায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হজযাত্রীদের মধ্যে যারা ঢাকার আশপাশে থাকেন তারা বাড়ি ফিরে গেলেও দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগতদের হজক্যাম্পে কষ্ট করেই দিন কাটাতে হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভোলার হজযাত্রী ফয়জুল ইসলাম বলেন, ‘২ দিন ধরে হজ ক্যাম্পের ২য় তলায় থাকছি। সবাই ভালোভাবে দেখাশোনা করছে। এখন শুধু মক্কা-মদীনায় যাওয়ার অপেক্ষা।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নারায়ণগঞ্জের জুবায়ের হোসেন ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে হজের রেজিস্ট্রেশন করেছিলেন দেড় বছর আগে। হজক্যাম্পে তিনি বলেন, আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই, সবকিছু ঠিকঠাকই আছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আশকোনায় হজক্যাম্পে স্কাউটের ছেলেরা হজযাত্রীদের দেখাশোনা করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এ বছর মোট ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। তবে এ পর্যন্ত মাত্র ৫৭ হাজার ৯৫৬ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। ৩ আগস্ট পর্যন্ত ৩৩ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ