ফুটবল খেলে দুরন্ত বাইসাইকেল পেল ২৮ ছাত্রী
ফুটবল খেলে ২৮ ছাত্রী পুরস্কার হিসেবে পেয়েছে দুরন্ত বাইসাইকেল। এই পুরস্কার বিতরণের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২৮ জন ছাত্রীকে গাজীপুরের শ্রীপুর থেকে একটি করে ‘দুরন্ত বাইসাইকেল’ পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।
-
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে এই সাইকেল প্রদান করা হয়।
-
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা বাংলাদেশ সরকারের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য তারা দুরন্ত বাইসাইকেল পুরস্কার পেয়েছে।
-
ছাত্রীদের মাঝে পুরস্কার দিয়েছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। সাইকেল পেয়ে ছাত্রীরা ভীষণ উচ্ছ্বসিত।
-
পুরস্কার প্রদান প্রসঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের মহা-ব্যবস্থাপক (মিডিয়া) সুজন মাহমুদ জানান, চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণ অনুষ্ঠানে ফুটবল খেলায় বিজয়ী হয় এই ছাত্রীরা। প্রাণ-আরএফএল গ্রুপের ‘দুরন্ত বাইসাইকেল’র সৌজন্যে পুরস্কারগুলো দেয়া হয়েছে।
-
শিল্প গ্রুপ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রাণ-আরএফএল গ্রুপ ছাত্রীদের বাইসাইকেল দেয়া হয়েছে।
-
শাইখ সিরাজের কাছে বিজয়ীদের আবদার ছিল দূর-দুরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য যেন একটি করে বাইসাইকেল উপহার দেয়া হয়। ওই আবেদনের প্রেক্ষিতে শাইখ সিরাজ বাইসাইকেল হস্তান্তরের জন্য শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়ে আনুষ্ঠানিকভাবে নারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
-
পুরস্কার পাওয়া সাইকেল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা।