সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ
প্রধান নির্বাচন কমিশনার (ইসি) সুশীল সমাজের সঙ্গে সংলাপ শুরু করেছেন। এবারের অ্যালবামে থাকছে এ সংলাপের ছবি।
-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের মনোনীত ব্যক্তিদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টা ১০ মিনিটে এই ইসির সংলাপ শুরু হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অবসর) শাহাদৎ হোসেন চৌধুরী ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন নিয়ে তাদের মতামত দেয়ার সুযোগ পাচ্ছেন এ সংলাপে। এরপর পর্যায়ক্রমে সাংবাদিক, নির্বাচন বিষয়ে অভিজ্ঞ বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবে ইসি। ছবি : বিপ্লব দিক্ষিৎ