ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা
প্রাণ-আরএফএল গ্রুপের যানবাহন চালকদের নিয়ে রোববার রাজধানীর উত্তর বাড্ডায় ফুজি টাওয়ারের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবারের অ্যালবামে থাকছে এ কর্মশালার ছবি।
-
রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার কাজ পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। রাজধানীর উত্তর বাড্ডায় ফুজি টাওয়ারের সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে, চালক ও পথচারীদের মধ্যে আইন অমান্য করার প্রবণতার থাকার কথা এ কর্মশালায় তুলে ধরা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার রহিমা আক্তার লাকী ও জান্নাতুল ফেরদৌসি। একই অনুষ্ঠানে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পল, আরএফএল এর এইচআরএম বিভাগের চিফ আফছার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কর্মশালায় জানানো হয়, দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসেবে প্রাণ-আরএফএলের ৬ হাজারের বেশি যানবাহন রয়েছে। সেসব যানবাহন চলাচলে অহেতুক ও অনাকাক্সিক্ষত হয়রানির শিকার যাতে না হয় এবং রাস্তায় যানজট নিরসনে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য ট্রাফিক বিভাগের প্রতি এ কর্মশালায় আহ্বান জানানো হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আরএফএল এর এইচআরএম বিভাগের কর্মকর্তা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, সিগন্যাল অমান্য করা আমাদের আজ রোগে পরিণত হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ