পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পিরোজপুরে সড়ক ও জনপথের (সওজ) উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এবারের অ্যালবামে থাকছে অবৈধ স্থাপনা উচ্ছেদের ছবি।
-
পিরোজপুর শহরে দীর্ঘ দিনের গড়ে ওঠা অবৈধ স্থাপনা সোমবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। ছবি : হাসান মামুন
-
পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বর (সিও অফিস মোড়) থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে গড়ে ওঠা অন্তত সাড়ে ৪শ’ অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। ছবি : হাসান মামুন
-
অবৈধ স্থাপনার মালিকদের এ ব্যাপারে মাইকিং করে তাদের দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার জন্য বারবার মাইকিং করলেও সেদিকে তারা গুরুত্ব না দেয়ায় সকালে বৃষ্টির মধ্যেই বুলডোজার দিয়ে স্থাপনা অপসারণ করা হয়। ছবি : হাসান মামুন
-
অপসারিত স্থাপনার মধ্যে সিও অফিস সংলগ্ন অস্থায়ী নতুন বাজার, ফলের দোকান, ভাঙ্গারি দোকান, মুদির দোকান, হোটেল ও ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাট এসময় গুড়িয়ে দেয়া হয়। ছবি : হাসান মামুন
-
অপসারিত স্থাপনার মধ্যে সিও অফিস সংলগ্ন অস্থায়ী নতুন বাজার, ফলের দোকান, ভাঙ্গারি দোকান, মুদির দোকান, হোটেল ও ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাট এসময় গুড়িয়ে দেয়া হয়। ছবি : হাসান মামুন
-
এক শ্রেণির চাঁদাবাজ ও হকার দীর্ঘ দিন ধরে পিরোজপুরের এ সড়কের পাশের ফুটপাত দখল করে এসব স্থাপনা ভাড়া ও পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করে আসছিল। ছবি : হাসান মামুন
-
উচ্ছেদ অভিযানে খুলনা সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। ছবি : হাসান মামুন
-
উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর এর জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয় এবং প্রায় এক সপ্তাহ যাবত উক্ত এলাকায় উচ্ছেদের বিষয়ে মাইকিং করা হয়। ছবি : হাসান মামুন
-
পিরোজপুরের অবৈধ উচ্ছেদ অভিজান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ছবি : হাসান মামুন