ফলাফলে উচ্ছ্বসিত সবাই
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভালো ফলাফল করা ছাত্রীদের উচ্ছ্বসিত ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল করায় আনন্দে মেতেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফল প্রকাশের সংবাদ পেয়েই আনন্দে নৃত্য করছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। এ যেন বাঁধ ভাঙ্গা আনন্দ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিজয় চিহ্ন দেখাচ্ছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ছাত্রীরা। ২০১৭ সালে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রীরা আনন্দ প্রকাশ করছে। সারাদেশে গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৭০ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ শিক্ষার্থী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সারাবছর লেখাপড়া উচ্ছ্বসিত এই ছাত্রীরা এমনই ফলাফল প্রত্যাশা করেছিলো। জানা গেছে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২০ হাজার ৩০৭ জন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আনন্দের এই মুহূর্ত ধরে রাখতে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রীরা ক্যামেরাবন্দি হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রোববার ঘোষিত ফলাফলে ভিকারুননিসা কলেজ থেকে মোট ১৮২১ ছাত্রীর মধ্যে ৩ জন বাদে সবাই উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগের ওই ৩ ছাত্রী অনুপস্থিত ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ