রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গুলি ও মামলার প্রতিবাদে নীলক্ষেত ও নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে। পরে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
-
শনিবার বেলা ১১টা থেকে তারা নিউ মার্কেট ক্রসিং ও নীলক্ষেতে সড়ক অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। দুপুর ১টার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, গুলি ও মামলার প্রতিবাদে নীলক্ষেত ও নিউমার্কেটের সামনে থেকে সড়ক অবরোধে ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নিউ মার্কেট থানা পুলিশ জানায়, অবরোধকালে তারা শিক্ষার্থীদের ঘিরে রাখেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ছাত্রীরা প্রাতিবাদ জানাতে রাস্তায় বসেছে। অবরোধকালে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা একটি মিনিবাস ভাঙচুর করেছে বলে জানা গেছে। তবে ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পুলিশের ‘কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের চিকিৎসার দাবীতে শিক্ষার্থীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ