চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ শোভাযাত্রা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধ উপলক্ষে বিশেষ সচেতনতার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের অ্যালবামে থাকছে সচেতনতা নিয়ে শোভাযাত্রার ছবি।
-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধ উপলক্ষে বিশেষ সচেতনতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ শোভাযাত্রা বের করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রিকশা ও ভ্যানে করে চিকুনগুনিয়া প্রতিরোধে লিফলেট বিতরণ করছে। এতে সিটি কর্পোরেশনের লোকজন অংশ নেয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে নগরীর বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। আগামী ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ব্যানার ফেস্টুনে সাজানো গাড়ি নিয়ে চিকুনগুনিয়া প্রতিরোধে র্যালি বের করা হয়েছে। শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য নগরবাসীকে উদ্ধুদ্ধ করতে মশারির শোভাযাত্রা বের করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘পরিষ্কার পানিতেও চিকুনগুনিয়া জন্মায়’ লেখা প্লাকর্ড নিয়ে ভ্যান নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ