সংবাদকর্মীদের মেধাবী সন্তানরা সংবর্ধনা পেলো
ডিআরইউতে (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) আয়োজিত এক অনুষ্ঠানে সংবাদকর্মীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। এবাবের অ্যালবাম আয়োজন সংবর্ধনার ছবি নিয়ে।
-
সাংবাদকর্মীদের কৃতি সন্তানরা সংবর্ধনা পেলো। ডিআরইউতে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা হিসেবে সাংবাদিকদের কৃতি সন্তানদের নগদ ২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই উপহার দেয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২৮ জন ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ১৮ জন শিক্ষার্থী ছিল। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত এবং নিজেকে সম্মানিত মনে করছি।’ ছবি : বিপ্লব দিক্ষৎ
-
উপস্থিত অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক ও বিশ্বমানের শিক্ষা দিতে হবে। তা না হলে তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবে না। আমরা সে লক্ষ্যে কাজ করছি, আপনাদেরও সহযোগিতা চাই। কৃতি সন্তানদের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভাবীদের (মা) বিশেষভাবে ধন্যবাদ জানাই। ছবি : বিপ্লব দিক্ষৎ
-
ডিআরইউ থেকে সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনেক আনন্দিত ও উচ্ছ¡সিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠোনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ডিআরইউর সাধারণ সম্পাদক মোরসালিন নোমানি, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন প্রমুখ। ছবি : বিপ্লব দিক্ষৎ