চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের ঘোষণা দিলেন মেয়র
তিন-চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এবারের অ্যালবামে থাকছে চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি।
-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। শুক্রবার বিকেলে নগর ভবনে আয়োজিত চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মশক নিধন কর্মচারীরা কিভাবে কাজ করবেন তার নির্দেশনা দিচ্ছেন মেয়র সাঈদ খোকন। এসময় তিনি চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের ঘোষণা দেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুক্রবার চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কাজে নিয়োজিত ৩০৩ জন স্প্রে ম্যান, ১৪৮টি ফগার এবং ২৭১টি হস্তচালিত মেশিন দিয়ে পরিচালিত মশক নিধন কার্যক্রম সরেজমিন পরিদর্শন এবং অঞ্চল ৪-এ চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় কারও বাসার সামনে ফগার মেশিনে ওষুধ প্রয়োগের সময় কেউ যদি বাসার ভেতরে আহবান জানান তাহলে কর্মীরা যেতে বাধ্য থাকবে এমন কথা উল্লেখ করেছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সীমিত লোকবল নিয়ে সাধ্যমতো চেষ্টা করছি চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চিকুনগুনিয়া প্রতিরোধে স্পেশাল ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মশক নিধন কর্মীরা নির্দেশ পেয়ে যার যার দায়িত্বপ্রাপ্ত এলাকাতে ছুটে যাচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ