মওদুদের গুলশানের বাড়ি ভাঙছে রাজউক
উচ্ছেদের ১৭ দিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িটি ভাঙছে রাজউক। এবারের অ্যালবামে থাকছে বাড়ি ভাঙ্গার ছবি।
-
রোববার (২৫ জুন) সকাল ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িটি ভাঙা শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ জাগো নিউজকে বলেন, রাজউক বাড়িটিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা সেজন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়িটি ভাঙ্গার জন্য রাজউকের বুলডোজার ব্যবহার করা হচ্ছে। গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়িটি ভাঙ্গার সময় যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িটি ভাঙার খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য ছুটে আসেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ