পরিবেশ মেলায় চোখজুড়ানো বৃক্ষ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বসেছে বৃক্ষ ও পরিবেশ মেলা। এ মেলার নিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবাম।
-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ স্লোগানকে ধারণ করে রাজধানীর আগারগাঁওয়ে বসেছে বৃক্ষ ও পরিবেশ মেলা। মেলায় রয়েছে রকমারি গাছ ও ফলের বাহার। ছবি : মাহবুব আলম।
-
বিভিন্ন জাতের ফলের বাহারি গাছে শোভা পাচ্ছে পরিবেশ মেলায়। এসব গাছে দেখেই চোখ জুড়িয়ে যায় মেলায় আসা দর্শনার্থীদের। ছবি : মাহবুব আলম।
-
চোখজুড়ানো নানা রঙের আম। পরিবেশ মেলায় আসা অনেক সৌখিন মানুষ এসব আম গাছ কিনে নিয়ে যাচ্ছে। ছবি : মাহবুব আলম।
-
পরিবেশ মেলা ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তিনদিনব্যাপী এ মেলা আজ শেষ হচ্ছে। ছবি : মাহবুব আলম।
-
বিভিন্ন জাতের ফলের পাশাপাশি ফুলের গাছ মেলার সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ছবি : মাহবুব আলম।
-
বৃক্ষমেলার একটি নার্সারিতে প্রায় ছয়শ’ প্রজাতির গাছ এসেছে। একশ’ পদের আম গাছ রয়েছে। তবে এর পাশাপাশি অর্কিড, ফুল ও বনজও রয়েছে। ছবি : মাহবুব আলম।