আদালতে আলোচিত ধর্ষণ মামলার আসামি সাফাত-সাদমান
আলোচিত ধর্ষণ মাললার দুই আসামিকে আদালতে নেয়া হয়েছে। এবারের অ্যালবামে থাকছে সেই ছবি।
-
রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুক্রবার (১ মে) দুপুর ২টা ৪০ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে সাফাত-সাদমানকে। আদালতে হাজির করে তাদের আদালতের গারদ খানায় রাখা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
গ্রেফতারকৃত দুই অভিযুক্ত ধর্ষককে সিলেট থেকে ঢাকায় আনা হয় রাতে। ভিকটিম সাপোর্ট সেন্টারের তত্ত্বাবধানে তাদের দু’জনকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। সেখানে জিজ্ঞাবাসাদ করা হয় তাদের। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের প্রধান আসামি সাফাত আহমেদ ও আরেক আসামি সাদমান সাকিফকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটে গ্রেফতার করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আদালত প্রাঙ্গনে সাফাত ও সাদমান। গ্রেফতারের আগে তারা সিলেটে আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে এবং সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে। ছবি : বিপ্লব দিক্ষিৎ