যাদের শ্রমে গড়ে উঠছে সভ্যতা
১ মে। বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় শ্রমিক দিবস। দেশের কর্মমুখর শ্রমজীবী মানুষের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
এ সব শ্রমজীবী শ্রমে গড়ে ওঠে প্রতিষ্ঠান, দেশ ও সভ্যতা। শ্রমিক দিবসে এই সংগ্রামী মানুষের প্রতি রইলো সংগ্রামী অভিনন্দন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নারী-পুরুষের এমন সুকঠিন পরিশ্রমের ভেতর দিয়ে নির্মিত হয়েছে প্রাসাদ, ঘরবাড়ি, নির্মাণ কাজসহ সকল স্থাপনা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নানা ধরনের ভোগ্যপণ্য ভোক্তাদের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য ঠেলা গাড়িতে করে মালামাল নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এই শ্রমিকের দুহাতের শক্তির ভেতর লুকিয়ে আছে সৃষ্টি আর নির্মাণের উৎস। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় শিকাগোতে যে আত্মদান হলো, তার স্মরণে প্রতি বছর পালন করা হয় মহান মে দিবস। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশের শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে চায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ