রাজধানীর এলিফ্যান্ট রোডে পোশাক শ্রমিকদের অবরোধ
রাজধানীর এলিফ্যান্ট রোডে পোশাক শ্রমিকদের অবরোধের ছবি নিয়ে এবারের অ্যালবাম তৈরি করা হয়েছে।
-
পূর্ব ঘোষণা ছাড়াই গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে ও পাওনা টাকা আদায়ের দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোড অবরোধ করে বিক্ষোভ করছেন আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টস-এর কর্মীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সিটির সামনের সড়কে শত শত শ্রমিক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগরে ডিসি মারুফ হোসেন সরদার জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের চারদিকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নিয়মানুযায়ী প্রত্যেক শ্রমিককে তিন মাসের বেতন ও দুই ঈদ বোনাস পরিশোধ করতে হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ