সিটিং সার্ভিস বন্ধের প্রথম দিনেই ভোগান্তি
রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এ ভোগান্তির ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
আজ থেকে (১৬ এপ্রিল) রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বন্ধ হয়েছে। সিটিং সার্ভিস বন্ধ হলেও যাত্রীরা নতুন বিড়ম্বনায় পড়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সকাল থেকেই বাস মালিকরা যানবাহনের কৃত্রিম সংকট তৈরি করেছে। ফলে যানবাহন কম থাকায় যাত্রীরা গন্তব্যে পৌঁছার গাড়ি পাচ্ছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সিটিং সার্ভিস লোকাল করলেও কমেনি ভাড়ার পরিমাণ। তাই যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের বাকবিতণ্ডা চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাস সার্ভিসের নানামুখী বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চায় । ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরকারের শর্তকে বৃদ্ধাঙুলি দেখিয়ে রাজধানীতে চলাচল করছে প্রতিটি পরিবহন। সেইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়ার থেকে বেশি। ছবি : বিপ্লব দিক্ষিৎ