রাজধানীতে ওলামা মাশায়েখ সম্মেলন
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমদের প্রবেশে দীর্ঘ লাইন দেখা গেছে।
-
ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমদের প্রবেশে দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি : মাহবুব আলম
-
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই ওলামা মাশায়েখ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা লাইন ধরে প্রবেশ করছেন। ছবি : মাহবুব আলম
-
সমাবেশে প্রবেশকারীদের দীর্ঘক্ষণ তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৫টি গেট দিয়ে প্রবেশ শুরু হয় সকাল সাড়ে ১১টা থেকে। ছবি : মাহবুব আলম
-
সমাবেশের মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশের উদ্বোধন করবেন। ছবি : মাহবুব আলম
-
সরেজমিন দেখা গেছে, সমাবেশে আসা আলেমরা তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ছবি : মাহবুব আলম
-
৫টি গেট দিয়ে এক এক করে প্রবেশ শুরু করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : মাহবুব আলম
-
বেশি ভিড় হওয়ায় আলেমরা আশপাশের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার কেউ কেউ রাস্তার ফুটপাতেও বসেছেন। ছবি : মাহবুব আলম
-
সমাবেশ সূত্রে জানা গেছে, এবারের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানের ৫টি গেট দিয়ে সর্বমোট এক লাখ ৬ হাজার ৭৭৩ জন নিবন্ধিত আলেম প্রবেশ করবেন। ছবি : মাহবুব আলম