প্রশংসা কুড়িয়েছে ফুল মেলা
শেষ হয়েছে তিন দিনব্যাপী ফুল মেলা। এ মেলার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
শেষ হয়েছে তিনদিনব্যাপী ফুল মেলা। এ ফুলমেলা সবার প্রশংসা কুড়িয়েছে। রাজধানীর বাংলা একাডেমিতে এ মেলা বসেছিলো। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পৃথিবীর সব দেশেই ভালোবাসার প্রতীক ফুল। তাই ফুলের সৌন্দর্যের টানে নগরজীবীরা ছুটে এসেছিলো। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুল মেলায় এসে সেলফি তুলছেন পুষ্পপ্রেমীরা। পৃথিবীতে এমন মানুষ নেই বললেই চলে, যে ফুল ভালোবাসে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ ফুল মেলার নাম দেয়া হয়েছিলো ‘ফ্লাওয়ার ফেস্ট-২০১৭’। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘চুয়াডাঙ্গা ফুল ঘর’ সাজিয়ে বসেছে তাদের মনোমুগ্ধকর ফুলেল আয়োজন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুলের যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি রয়েছে স্বর্গীয় সুখানুভূতিও। ফুলের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুল শব্দটা মনকে আলোড়িত করে। ফুল কথাটার মাঝেই লুকিয়ে আছে ভালোলাগার পরশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফুলকে ভালোলাগার মাঝেই যেন মন ভালো হওয়ার কোনো এক মন্ত্র লুকিয়ে আছে, তাই তো কর্মব্যস্ত রাজধানীবাসী ফুলের প্রতি ভালোবাসা থেকে দলবেঁধে ভিড় করেছিলো ফুলের মেলাতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিনে দেখা যায়, ফুলে ফুলে ছেয়ে গেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। জানা-অজানা হাজারও ফুলের সমারোহে বিমোহিত দর্শনার্থীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ