ধর্মঘটে জনদুর্ভোগ চরমে
দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটে দেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। পরিবহন ধর্মঘটের কারণে সৃষ্ট রাজধানীর জনদুর্ভোগ নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটে দেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বাস না ছাড়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিশেষ করে ধর্মঘটের কারণে বয়স্ক মানুষ, নারী ও শিশুরা চরম সংকটের মধ্যে পড়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে কোনো যাত্রীবাহী পরিবহন ছাড়ছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সময় কাটানোর জন্য অনেক যাত্রীরা বসে সময় কাটাচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সব গাড়ি সায়েদাবাদ টার্মিনাল ও আশপাশে পার্কিং করে রাখা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
যাত্রীবাহী গাড়ি না পেয়ে অনেকে রিকশা-ভ্যানে চেপে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে সিংহভাগের রিকশা অথবা ভ্যান কোনোটিতেই ওঠা সম্ভব হচ্ছে না। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
যাত্রীবাহী পরিবহন না চলার সুযোগ নিয়ে যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে গুলিস্থান যেতে রিকশা চালকরা ভাড়া হাকছেন ১০০ থেকে ১২০ টাকা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এদিকে সায়েদাবাদ টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনালে গাড়ি রেখে শ্রমিকরা টার্মিনাল ও রাস্তার ওপর অবস্থান নিয়েছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ