মুক্তিযুদ্ধের অগ্নিঝরা ৬ স্লোগান
মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা ৬ স্লোগান নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘জয় বাংলা, বাংলার জয়’-এই স্লোগানে ১৯৭১ সালে মুক্তির অগ্নিশপথে জেগে ওঠে মুক্তিকামী সমগ্র বাঙালি।
-
‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’-মুক্তিযুদ্ধের সময় সবার মুখে মুখে ছিল এ স্লোগান।
-
‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি’-এই কথাগুলো প্রাণের স্লোগানে রূপ নিয়েছিলো।
-
‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর’-এমন স্লোগানে সবাই অস্ত্র হাতে নিয়ে ঘর ছেড়েছিল।
-
‘তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব’-মুক্তিযুদ্ধের সময় এই স্লোগান বঙ্গবন্ধুর অনুপস্থিতি কিছুটা হলে মুছে দিয়েছিলো।
-
‘বীর বাঙালি লাঠি ধর বাংলাদেশ স্বাধীন কর’-এই স্লোগানে তরুণা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল।