আনন্দ উৎসবে সমাপ্ত শারদীয় দুর্গোৎসব
দেশের সনাতন ধর্মাবলম্বীরা পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষে মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা সহকারে ওয়াইজঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেন।
-
পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষে মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা সহকারে ওয়াইজঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেন ভক্তরা। ছবি : মাহবুব আলম
-
দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হলো পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ছবি : মাহবুব আলম
-
মন্দিরে-মণ্ডপে গতকাল সকালেই দশমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়। ছবি : মাহবুব আলম
-
মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা নিয়ে ঢাকার হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জন দেন বুড়িগঙ্গা নদীতে। বিসর্জন শেষে কুলাচার অনুসারে অনুষ্ঠিত হয় অপরাজিতা পূজা। ছবি : মাহবুব আলম
-
গতকাল মঙ্গলবারের বিসর্জন শোভাযাত্রায় অংশ নিতে ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গন থেকে শোভাযাত্রীরা বের হন দেবী দুর্গার প্রতিমা নিয়ে। ছবি : মাহবুব আলম
-
বড় ট্রাক, ছোট ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দেবী দুর্গার প্রতিমা নিয়ে শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি : মাহবুব আলম
-
ঢাকার ওয়াইজঘাটে বিকেল ৪টা ২০ মিনিটে টিকাটুলীর ভোলানাথ গিরি আশ্রম পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। ছবি : মাহবুব আলম