আজকের আলোচিত ছবি: ২০ মার্চ ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে আজ তাঁর অফিসকক্ষে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে আজ ঢাকায় শেরেবাংলা নগরে কমিশনের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দেয়। ছবি: পিআইডি
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সাথে আজ ঢাকায় শেরেবাংলা নগরে কমিশনের কার্যালয়ের সভাকক্ষে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট এরো বৈঠক করেন। ছবি: পিআইডি
-
রাজধানীতে প্রতিদিন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১৭৪ জনকে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি মো. রফিকুল ইসলামকে (২৭) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ছবি: জাগো নিউজ