আজকের আলোচিত ছবি: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছবি: জাগো নিউজ
-
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে লাখো মানুষের জমায়েত হবে বলে মনে করেন দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে আজ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
-
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে পবিত্র রমজান মাসে সুলভমূল্যে দুধ, ডিম ও মৎস্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ‘জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’র পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মসজিদে আজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সেখানের পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত