মানিক মিয়া অ্যাভিনিউতে নেতাকর্মীদের উচ্ছ্বাস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে অনুষ্ঠানস্থলে দলে দলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা।
-
নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। বিকেলে রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
নওগাঁ থেকে আসা তবিবুর হাসান বলেন, অনেকদিন পর একটি স্বাধীন ছাত্র সংগঠনে যুক্ত হয়েছি। কোনো জোর জবরদস্তি নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন; তাদের নেতৃত্বে রাজনীতি করাটা অনেক সৌভাগ্যের। ছবি: জাগো নিউজ
-
ফেনী থেকে আগত আজিজুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন দল সব সময় দেশের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে থাকবে। ছবি: জাগো নিউজ
-
নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার। তারুণ্যনির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। ছবি: জাগো নিউজ
-
নতুন দলের নাম এবং এর শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন। ছবি: জাগো নিউজ
-
নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া কয়েকটি পদেও নাম চূড়ান্ত করা হয়েছে। ছবি: জাগো নিউজ